📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরেই লিভার ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল সাংসদ। বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকের একটি দল তাঁর বাড়িতে পৌঁছন। সেই সময়ই সাংসদের এক ঘনিষ্ঠ জানান, তাঁর হৃদস্পন্দন, নাড়িস্পন্দন পাওয়া যাচ্ছে না।
প্রয়াত বসিরহাটের TMC সাংসদ হাজি নুরুল ইসলাম
