কলকাতা হাইকোর্টের পর এবার GPO! ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সম্প্রতি কলকাতা হাইকোর্টের লিফ্টে মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে কলকাতা GPO। লুকিয়ে বাথরুমে মহিলা সহকর্মীর ভিডিও করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক GPO র অস্থায়ী কর্মী। এই অভিযোগে GPO র ওই অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ভিকি মল্লিক। তার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু করা হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১.৫০ টা নাগাদ। অভিযোগকারিনীর দায়ের করা অভিযোগ অনুযায়ী, ওই মহিলা কর্মী বাথরুমে ঢুকলে তাঁর পিছু নেয় ভিকি মল্লিক। এরপরই বাথরুমের দরজার ফাঁক দিয়ে গোপনে মহিলার নগ্ন ভিডিয়ো রেকর্ড করার চেষ্টা করে। তবে মহিলা তা বুঝতে পারলে তিনি চিৎকার করেন। তখন বাকিরা সেখানে জড়ো হন।