📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:সরকারি প্রকল্পে ১২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন মালবাজার পুরসভার পুরপ্রধান স্বপন সাহা। সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। মঙ্গলবার মহুয়াদেবী জানান, মালবাজার পুরসভার পুরপ্রধানের বিভিন্ন নানা বেনিয়মের অভিযোগ উঠছিল। যার জেরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। তাই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দল। এর পরই তাঁর নিরপত্তা প্রত্যাহার করে নেয় পুলিশ।
দলেরই একাংশের অভিযোগ, গত প্রায় ১৫ বছর পুরপ্রধান রয়েছেন স্বপনবাবু। তাঁর বিরুদ্ধে অন্তত ১২০ কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে। পুরসভার জল প্রকল্প, আবাস যোজনা ও সৌন্দর্যায়নের টাকা সরিয়েছেন তিনি। এছাড়া দলের পরামর্শ না মেনে নিজের মর্জিমতো পুরসভা চালাচ্ছিলেন তিনি। যার ফলে দলের অন্দরেই ক্ষোভ জমা হচ্ছিল।