বন্যা মোকাবিলার নেপথ্যেও কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ মমতার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: . ১০০ দিনের কাজের টাকা, মনরেগা প্রকল্পের টাকা মোদী সরকার আটকে রেখেছে বলে আগেই অভিযোগ এনেছে তৃণমূল। এবার বন্যা পরিস্থিতিতেও টাকা না পাওয়ার অভিযোগ উঠল বিজেপি সরকারের বিরুদ্ধে।
সোমবার বন্যা কবলিত পূর্ব বর্ধমানের বন্যা কবলিত এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকা পরিদর্শনের পাশাপাশি কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। তারপরই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ‘‌বাংলার দুর্ভাগ্য এখানে ও অসমে যত বন্যা হয়, অন্য কোথাও তা হয় না। বাংলার অবস্থা নৌকার মতো। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা বাড়ে। কারণ নিজেদের বাঁচাতে জল ছেড়ে দেয়। ডিভিসি কেন্দ্রীয় সরকারের অধীনে। কিন্তু আজ পর্যন্ত কোনও কাজ না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবেছে। ভোটের জন্য যে টাকা খরচ করা হয়, তার একাংশ দিলেও বন্যা আটকাতে পারতাম।’‌
এদিন পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের বৈঠকে পূর্ব বর্ধমান জেলার মূলত জামালপুর এবং রায়না–২ নম্বর ব্লকে বন্যা পরিস্থিতির জেরে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আলোচনা করেন। অন্যান্য ব্লকের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করেন। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘‌পরিস্থিতি ঠিক হলে যাঁদের জমি নষ্ট হয়েছে, তাঁদের জমি মেপে শস্যবিমার টাকা যাতে দ্রুত পান সেই ব্যবস্থা করার জন্য বলব। আমি চাষি ভাই–বোনেদের চিন্তা করতে বারণ করব।’‌

error: Content is protected !!