মঙ্গলে অশনি সংকেত! গোঁদের ওপর বিষফোঁড়া নিম্নচাপ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: .জেলায় জেলায় বানভাসি অবস্থা। জলের তলায় চাষের জমি, বাড়ি। তার ওপর গোঁদের ওপর বিষফোঁড়া এখন আরো একটা নিম্নচাপ। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত বিরাজ করছে তা মঙ্গলবার নিম্নচাপে পরিণত হবে বলে অশনি সংকেত দিয়েছে হাওয়া অফিস।একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও আবারও জারি করা হয়েছে কমলা সতর্কতা।
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, মঙ্গলবার দার্জিলিঙের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। তাছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে
বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেদিন সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।পাশাপাশি, বুধবার আবার দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি ১১টি জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া) কোনও সতর্কতা জারি করা হয়নি।
শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি চারটি জেলায় (কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) কোনও সতর্কতা জারি করা হয়নি। ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।