RG Kar কাণ্ডে নাম জড়ানোর ফল! IMA-র বৈঠকে ৩ ডাক্তারকে ‘ঘাড় ধাক্কা’, ভোটে লড়বেন না শান্তনুও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নির্বাচনী প্রস্তুতি সভায় তুমুল গণ্ডগোল। ওঠে গো ব্যাক স্লোগান। হয় ধাক্কাধাক্কিও। আর জি কর কাণ্ডে নাম জড়ানোয় বৈঠক থেকে বের করে দেওয়া হয় তিন চিকিৎসককে। অ্যাসোসিয়েশনের সাফ দাবি, ‘অভয়া’ কাণ্ডে যোগ থাকা কোনও ডাক্তারকে সংগঠনে রাখা হবে না। এমনকী, আইএমএ-র কলকাতা শাখা ভেঙে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ডিসেম্বরের ভোটে কারা অংশ নিতে পারবেন তা নিয়েও দানা বাঁধে বিতর্ক। এরই মাঝে IMA-বঙ্গীয় শাখার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন।

এদিন নির্বাচনী প্রস্তুতি সভা শুরু হতেই বাকবিতণ্ডা শুরু হয়। সেখানে এসেছিলেন আইএমএ-র মালদহ শাখার অপসারিত সভাপতি ডা. তাপস চক্রবর্তী, এপিডেমিওলজিস্ট ডা. প্রিয়াঙ্কা রানা এবং কল্যাণীর গান্ধী মেমোরিয়ালের অধ্যাপক জয়া মজুমদারও। তাঁদের ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন বাকি চিকিৎসকেরা। পরে তাঁদের বৈঠক ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়। অভিযোগ, ‘অভয়া’র মৃত্যুর পর সেমিনার হলে উপস্থিত ছিলেন ডা. তাপস চক্রবর্তী। ভাইরাল হওয়া ভিডিও-তে তাঁকে দেখা গিয়েছিল। প্রিয়াঙ্কা ও জয়া বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠ বান্ধবী। এই বিরূপাক্ষের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’ সহ একাধিক অভিযোগ রয়েছে। আবার অধ্যাপক জয়া মজুমদারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। সংগঠনের সদস্যদের দাবি, তদন্ত যতদিন না শেষ হচ্ছে ততদিন এই তিনজন-সহ মোট পাঁচজনকে রাজ্য কাউন্সিল থেকে সাসপেন্ড করা হোক।