মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কৃতজ্ঞতা’ জ্ঞাপন, ১৭৫ কিমি মানববন্ধন কর্মসূচি তৃণমূলের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতে পুজোর আগে নয়া কর্মসূচি নিল রাজ্যের শাসক দল। চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মানব বন্ধন কর্মসূচি করবে তারা। ওইদিন দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত মোট ১৭৫ কিমি মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শনিবার তৃণমূল কংগ্রেস ভবনে মহিলা সংগঠনকে নিয়ে বৈঠক করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ওই বৈঠকেই এই কর্মসূচি সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। সাংগঠনিকভাবে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের ৩৫টি জেলা রয়েছে। সব জেলাকেই এই কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই মানব বন্ধন কর্মসূচিতে স্লোগানও ঠিক করে দেওয়া হয়েছে শনিবার। পাশাপাশি প্রতিটি জেলাকে নূন্য়তম ৫ কিলোমিটার করে মানববন্ধন করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, বাংলার নারী ক্ষমতায়নে মুখ্যমন্ত্রীর ভূমিকা অনবদ্য। সেই কারণেই তাঁকে কৃতজ্ঞতা জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অন্যদিকে সাংগঠনিক জেলা হিসেবে আলাদা হলেও কলকাতা জেলাকে একত্রে এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার বিড়লা প্ল্যানেটরিয়াম থেকে শুরু করে ভিক্টোরিয়া হাউসে শেষ হবে মানববন্ধন। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা সংগঠনকে দুটি আলাদা কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একটি হবে আসানসোলে এবং অন্যটি হবে দুর্গাপুরে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, RG কর কাণ্ডের জেরে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সেই ঘটনায় অনেকটাই ব্যাকফুটে রাজ্যের শাসকদল। এমনকি আন্দোলনরত পড়ুয়াদের সামনে মাথা নোয়াতে হয়েছে রাজ্য সরকারকে। সেই কারণে দলের কর্মী ও সংগঠনকে চাঙ্গা করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *