কমেছে জল, তবে এখনও বানভাসি তিন জেলার বিস্তীর্ণ অংশ, চলছে ত্রাণ বিলি


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কিছুটা উন্নতির পথে প্লাবন পরিস্থিতি । আগের তুলনায় জল কমলেও দক্ষিণের বেশ কিছু জেলার বিস্তীর্ণ অংশ এখনও বানভাসি। হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বহু গ্রাম এখনও কোমরসমান বা হাঁটুসমান জলের তলায়। এই পরিস্থিতিতে বন্যাদুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিতে নৌকা ব্যবহার করছে স্থানীয় পুলিশ-প্রশাসন। অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতেও সহায় হচ্ছে নৌকা। এমনটাই খবর প্রশাসন সূত্রে।

error: Content is protected !!