📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই আপামর বাঙালি মেতে উঠবে শারদীয়ার আনন্দে। ইতোমধ্যেই আশ্বিন পড়তেই আকাশে পুজো পুজো গন্ধ। সকাল হলেই চকমকি রোদ জানান দিচ্ছে, উমা আসছে। মাস পেরলেই দেবীপক্ষের সূচনা, আর তার পরই শুরু হয়ে যাবে দুর্গাপুজো।
তবে, চলতি বছরের পুজো একটু সংক্ষিপ্ত। কারণ, মহাষ্টমী আর মহানবমী এবার একইদিনে। তবু চারদিনের আনন্দ চেটেপুটে উপভোগ করতে তৈরি উৎসবপ্রিয় বাঙালি। প্রতিবারের মতন এবারও পুজোর দিনগুলোয় মণ্ডপে জনতার ঢল নামবেই। যাঁরা পুজোয় জমিয়ে ঘুরতে চান, তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করছে রাজ্য পর্যটন দপ্তর। বনেদি বাড়ি থেকে শুরু করে শহরের নামী সব মণ্ডপ, তিন-চারদিনের জন্য দারুণ প্যাকেজ এনেছে দপ্তর, একনজরে জেনে নিন এখনই-
প্রসঙ্গত, পঞ্জিকা অনুযায়ী, এবছর ষষ্ঠী পড়েছে ৯ অক্টোবর। কিন্তু প্রতিবারই মহালয়া থেকে পুজোর ঘোরাঘুরি শুরু হয়ে যায় বাঙালির। তাই পর্যটন দপ্তরের এবছরের শারদোৎসব প্যাকেজ ২০২৪ নামে ভ্রমণও শুরু হচ্ছে আগে থেকে। বৃহস্পতিবার এ বিষয়ে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দপ্তর। পুজোর আগে থেকে পুজো অবধি মোট চারদিন শীততাপ নিয়ন্ত্রিত বাসেই ঘোরানো হবে দর্শকদের। তালিকায় রয়েছে কলকাতা এবং পাশের জেলা হুগলিও। বারোয়ারি থেকে সাবেকি- সবরকমের পুজো দেখার সুযোগ পাবেন আপনিও। উল্লেখ্য, পর্যটন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ ও ৭ অক্টোবর এবং ১০ ও ১১ অক্টোবর – এই চারদিন মণ্ডপ দর্শনের ব্যবস্থা থাকছে।
৬ ও ৭ অক্টোবর হল ‘উদ্বোধনী’। ওইদিন রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত দেখতে পাবেন কলকাতার সমস্ত সর্বজনীন পুজোমণ্ডপগুলি। এর পাশাপাশি, ১০ ও ১১ অক্টোবর থাকছে ‘সনাতনী’। এদিন সকাল ৮টা থেকে রাত ১২.৩০ পর্যন্ত কলকাতার বনেদী বাড়ির পুজোগুলি দেখার সুযোগ পাবেন আপনিও।ওই একইদিনে হুগলি সফরের ব্যবস্থাও রয়েছে। ওইদিন সকাল ৭ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত হুগলির সমস্ত ঐতিহ্যবাহী পুজো দেখানো হবে।