📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনারের পদ থেকে সরানো হয়েছে আইপিএস আধিকারিক বিনীত গোয়েলকে। স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি হিসেবে নিযুক্ত করা হয়েছে। যে বিনীত গোয়েলের অপসারণের দাবি করা হয়েছিল, আদতে তাঁর পদোন্নতি হয়েছে, হাইকোর্টের মামলায় এই মর্মেই সওয়াল করলেন আইনিজীবী মহেশ জেঠমালানি।
বিনীত গোয়েলের অপসারণের দাবিতে কলকাতা হাইকোর্টে আগেই মামলা দায়ের হয়েছিল। বুধবার মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী মহেশ জেঠমালানি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সিপি পদ থেকে সরিয়ে বীনিত গোয়েলকে স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি হিসেবে বদলি করা হয়েছে, যা আসলে পদোন্নতি। এই মন্তব্যের প্রেক্ষিতে আপত্তি জানিয়ে বিনীতের আইনজীবী আদালতকে বলেন, ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে অপসারণ করা হয়েছে বীনিতকে। তাই এই আবেদনের কোনও গুরুত্ব নেই।
তবে এই মামলা কোনও মন্তব্য করেননি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আদালত জানিয়েছে, আরজি কর সংক্রান্ত সমস্ত মামলা যেহেতু সুপ্রিমকোর্টে বিচারাধীন তাই হাইকোর্টে মামলার শুনানি মুলতবি থাকবে।
আরজি কর হাসপাতালে ডিউটিরত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় পাঁচ দফা দাবিতে ডাক্তারদের আন্দোলন চলছে। অন্যতম দাবি ছিল কলকাতার সিপিকে অপসারণ। আন্দোলনের ৩৯ দিনের মাথায় সিপি পদ থেকে সরিয়ে বীনিত গোয়েলকে স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি হিসেবে নিযুক্ত করা হয়েছে। পুলিশ কমিশনার পদে বসানো হয়েছে আরেক আইপিএস আধিকারিক মনোজ বর্মাকে।