বিনীতের বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ নয়, হাই কোর্টের নজর সুপ্রিম কোর্টে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে করা মামলায় আপাতত হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির দিকে নজর রাখছে তারা। হাই কোর্টে এই মামলাটি বিচারাধীন রাখা হয়েছে। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার অগ্রগতির উপর হাই কোর্টের মামলাটি নির্ভর করবে।

আরজি কর হাসপাতালে নির্যাতিতা তরুণীর নাম প্রকাশ করেছেন বলে অভিযোগ উঠেছিল বিনীতের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক, এই আর্জি জানিয়ে হাই কোর্টে মামলা হয়। বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ছিল। আদালত জানিয়েছে, আরজি কর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আপাতত এই মামলায় হাই কোর্ট হস্তক্ষেপ করবে না। তবে সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে।