📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দায়ের করা এক অভিযোগের ভিত্তিতে এদিন সল্টলেকে ইডির দফতরে হাজিরা দিলেন তৃণমূলের শ্রীরামপুরের বিধায়ক এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতি সভাপতি সুদীপ্ত রায়। ইডির দফতরে যাওয়ার আগে, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। এমনকী দাবি করেছেন, সরকারি হাসপাতাল থেকে তাঁর নার্সিংহোমে কোনও রকম সামগ্রী সরবরাহ করা হয়নি।
আরজি করে মহিলা চিকিৎসকের খুনের ঘটনার পর থেকেই হাসপাতালের মধ্যে থেকে উঠে আসে দুর্নীতির একাধিক অভিযোগ। দুর্নীতির অভিযোগ নিয়ে আদালতের কড়া নেড়েছিলেন এই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। যেখানে সন্দীপ ঘোষের নামের সঙ্গেই উঠে আসে এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি এবং তৃণমূল নেতা সুদীপ্ত রায়ের নাম।
গত কয়েকদিন ধরেই উত্তর কলকাতায় তৃণমূলের ডাক্তার-বিধায়কের বাড়ি সহ একাধিক নার্সিংহোমে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, সরকারি হাসপাতালের ওষুধ-সহ একাধিক ভাবে জিনিস ব্যবহারের। এদিন দুই মেয়কে সঙ্গে নিয়ে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজির হন সুদীপ্ত রায়।
একাধিক প্রশ্নের সামনে তিনি দাবি করেন, আরজি কর হাসপাতালে দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। সন্দীপ ঘোষের সঙ্গেও তাঁর কোনও সম্পর্ক নেই বলেই দাবি হাজিরার আগে দাবি করেছেন শ্রীরামপুরের বিধায়ক। তবে তিনি জানিয়েছেন, ৯ অগাস্টের ঘটনার দিন তিনি ফোন পেয়েছিলেন। তাঁকে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ।