📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সুপ্রিম কোর্টে আর জি কর শুনানি মামলায় ফের লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা । শুনানির সরাসরি সম্প্রচারের বিরোধিতা করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল । যদিও সেই দাবি খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় । তিনি জানিয়ে দেন, তাঁরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে পারবেন না । ইতিমধ্যেই আরজি কর-কাণ্ডে তদন্তের অগ্রগতি জানিয়ে ফের ‘স্টেটাস রিপোর্ট’জমা দিয়েছে সিবিআই।
লাইভ স্ট্রিমিং বিরোধিতার পক্ষে রাজ্যের আইনজীবীর যুক্তি, “এই মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের রেপুটেশন (ভাবমূর্তি) রয়েছে। বলা হচ্ছে, আমরা না কি কোর্টে হাসাহাসি করছি। ধর্ষণ এবং অ্যাসিড ছোড়ার হুমকি দেওয়া হচ্ছে মহিলা আইনজীবীদের ।” যদিও, শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়,জনস্বার্থ মামলা । তাই লাইভ সম্প্রচার হবে । তারপরই আর জি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলার শুনানির সরাসরি সম্প্রচার শুরু হয় সুপ্রিম কোর্টে ।
স্টেটাস রিপোর্ট পড়ে দেখার পর প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, তদন্ত ‘খুবই গুরুত্বপূর্ণ জায়গায়’ রয়েছে । সিবিআই রিপোর্ট দেখে খুবই বিচলিত তাঁরা । তদন্ত চলছে । এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্তপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে ।