ফিয়ার সাইকোসিসে ভুগছেন জুনিয়র ডাক্তাররা, কর্মক্ষেত্রে নিরাপত্তার গ্যারান্টি দাবি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। তার পরেও আরজি করের ঘটনার প্রতিবাদে আন্দোলনেই রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই নিয়ে তাঁদের আন্দোলন মঙ্গলবার ৩৯ দিনে পড়ল। এই পরিস্থিতি সুপ্রিম কোর্টে আরজি কর শুনানির মধ্যেই রাজ্যেই আইনজীবী কপিল সিব্বলের প্রশ্ন, কবে কাজে ফিরবেন জুনিয়র ডাক্তাররা। উত্তরে জুনিয়র ডাক্তারদের কৌঁসুলি ইন্দিরা জয় সিংয়ের জবাব, মঙ্গলবার কিংবা বুধবারের মধ্যে জিবি বৈঠক করে চিকিৎসকরা কর্মবিরতি সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কারণ, তাঁরা এখনও ফিয়ার সাইকোসিসের মধ্যে রয়েছেন।

এদিন সুপ্রিম কোর্টের শুনানিতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং জানান, জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্যের সঙ্গে তাঁদের যে বোঝাপড়া, তা নথিবদ্ধ রাখা হোক। কারণ, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে চান। কিন্তু বিষয়ে এখনই নজর দেওয়া দরকার।

আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। এই ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাজ্য। জুনিয়র ডাক্তারদের এই ব্যাপারে একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বারবার তিনি জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের তিনি ক্ষমা করে দিয়েছেন। যদিও এদিনের সওয়াল জবাবে ইন্দিরা জানিয়েছেন, আরজি করের ঘটনার পরে এখনও ফিয়ার সাইকোসিসে ভুগছেন জুনিয়র ডাক্তাররা। কারণ, হাসপাতালের পরিস্থিতি এবং পরিকাঠামো এখনও ঠিক হয়নি।

এদিনের শুনানিতে রাজ্য জানিয়েছে হাসপাতালের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আছে। তা অবশ্য মানতে চাননি জুনিয়র ডাক্তারদের কৌঁসুলি। ইন্দিরার পাল্টা যুক্তি ঘটনার দিন, ওই চত্বরে কোনও পুলিশ ছিলেন না। যা থাকা দরকার ছিল। এই শুনানিতে ঘটনাস্থলে কারা ছিলেন তাঁদের নাম জানাতে ডাক্তারদের কৌঁসুলি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতির বেঞ্চের কাছে ইন্দিরা জয় সিং দাবি করেছেন, সব নাম প্রকাশ্যে বলা যাবে না। তিনি সেই নাম মুখবন্ধ খামে জমা দিতে চান। এরপরেই তিনি জানান, আরজি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে আরও কিছু সময় লাগবে। কারণ, কর্মক্ষেত্রে নিরাপত্তার গ্যারান্টি পেলেন কাজে ফিরবেন জুনিয়র ডাক্তাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *