তথ্য প্রমাণ সংগ্রহে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, সুপ্রিম কোর্টের স্টেটাস রিপোর্টে জানাল CBI

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সুপ্রিম কোর্টে মঙ্গলবারের শুনানিতে স্টেটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। তদন্তের বিষয়ে একাধিক তথ্য ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানান, এই মুহূর্তে সব রিপোর্ট আদালতে প্রকাশ করা হচ্ছে না। কারণ এর ফলে তদন্তে অসুবিধা হতে পারে। পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। একইসঙ্গে প্রধান বিচারপতি জানান, CBI-কে আরও সময় দেওয়া দরকার।

এবিষয়ে CBI এর আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে জানান, ঘটনা ঘটার পাঁচ দিন পর তদন্তভার হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। যার ফলে তথ্য প্রমাণ সংগ্রহে একাধিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার দিনের মাত্র ২৭ মিনিটের CCTV ফুটেজ CBI-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

যদিও এর বিরোধিতা করে কপিল সিব্বল জানান, CBI এর হাতে ৭ থেকে ৮ ঘণ্টার CCTV ফুটেজ তুলে দেওয়া হয়েছে। এবং সই করিয়ে ওই ফুটেজ তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে CBI-এর উদ্দেশে কয়েকটি প্রশ্নও তোলেন প্রধান বিচারপতি। তাঁর প্রশ্ন কেন CC ক্যামেরার DVR বাজেয়াপ্ত করা হচ্ছে না? এমনকি নিরাপত্তার জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে তাও জানতে চান বিচারপতি।

এদিকে প্রধান বিচারপতি শুনানি চলাকালীন জানান, CBI যে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে তা পড়ে তাঁরা বিচলিত। তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এই ঘটনার সত্য উদঘাটনে আরও সময় লাগবে বলে ধারণা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের।

error: Content is protected !!