পদত্যাগ করলেন কেজরিওয়াল, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ ঘোষণার দু’দিনের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিল আম আদমি পার্টি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম ঘোষণা করা হয়েছে আপের তরফে। এদিন বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে ইস্তফা দেওয়ার কথা রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। তারপরেই সরকারি ভাবে ঘোষণা করা হতে পারে অতিশীর নাম। আপ সূত্রে খবর, অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির বাসভবনে দলের বিধায়কদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অতিশীকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। জানা গিয়েছে, অতিশী ছাড়াও সৌরভ ভরদ্বাজ. ইমরান হুসেন, কৈলাস গেহলটের নাম ছিল মুখ্যমন্ত্রী হওয়ার তালিকায়।

কিন্তু সকলকে পিছনে ফেলে কেজরিওয়ালের পর মুখ্যমন্ত্রী হলেন অতিশীই। আম আদমি পার্টিতে ২০১৩ সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন অতিশী। দলের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। নিজের রাজনৈতিক কেরিয়ারে আইন, শিক্ষা, অর্থর মত দপ্তর সামলেছেন অতিশী। তিনি দিল্লি বিধানসভায় একমাত্র মহিলা মন্ত্রী। দিল্লিতেই ইতিহাসে ডিগ্রি নিয়ে অতিশী অক্সফোর্ডে স্কলারশিপ পেয়ে মাস্টার্স সম্পূর্ণ করেন। তারপর ফিরে আসেন। কিছুদিন পর দ্বিতীয় মাস্টার্সের জন্য আবার উড়ে যেতে হয় অক্সফোর্ডে। রাজনৈতিক কেরিয়ার শুরুর আগে স্বামী প্রবীণ সিংয়ের সঙ্গে মধ্যপ্রদেশের প্রত্যন্ত গ্রামে একটি ফার্ম এবং একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিুলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *