📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বলেছিলেন ‘উৎসবে ফিরুন’ । তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে একটা স্লোগান উঠছে, ‘উৎসবে ফিরছি না’ । অনেকে বদলে ফেলেছেন প্রোফাইল পিকচারও । আর জি কর কাণ্ডে বিচার চেয়ে আন্দোলনের ঝাঁঝ আরও বেড়েছে । রাত জেগে জাস্টিসের স্লোগান তুলছে কলকাতা । আন্দোলনের পরিবেশে মানুষ কতটা পুজোর উৎসবে মেতে উঠবে, সেই নিয়ে প্রশ্ন একটা রয়েই গিয়েছে । এদিকে, দুর্গাপুজোর প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে রাজ্য সরকার । ১৫ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভালের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । সম্প্রতি, রাজ্য পূর্ত দফতরের তরফে বিভিন্ন বিষয়ে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । সরাসরি সম্প্রচারের জন্য দরপত্রের আহ্বান করা হয়েছে ।
প্রত্যেক বছর দুর্গাপুজোর কার্নিভাল হয় রেড রোডে । কার্নিভালের জন্য রেড রোড এলাকার বড় গাছের ডাল কাটা, রাস্তায় বালি ছড়ানো, আলো লাগানো থেকে মঞ্চ তৈরি করা…বিভিন্ন বিষয়ে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । কার্নিভালের সরাসরি সম্প্রচারের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট পরিষেবার জন্য দরপত্র চাওয়া হয়েছে । ২৩ সেপ্টেম্বরের মধ্যে সব দরপত্র জমা করার নির্দেশ দেওয়া হয়েছে । প্রায় ৭০ লাখ টাকার কাজের জন্য দরপত্র চাওয়া হয়েছে বলে খবর । ষষ্ঠীর মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে । পূর্ত দফতরের এক আধিকারিক জানিয়েছেন, দরপত্র চাওয়া হয়েছে কারণ, সরকারি নিয়মে আবেদনের জন্য নির্দিষ্ট সময় দিতে হয় । নিয়ম মেনেই সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
রাজ্যে ২০১৬ সালে দুর্গাপুজো কার্নিভালের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকে প্রতি বছরই কার্নিভ্যালের আয়োজন করা হয় । মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১৫ অক্টোবর কলকাতায় পুজো কার্নিভালের আয়োজন করা হবে । শেষ বিসর্জন হবে ওই দিনই । কারণ আগামী ১৬ অক্টোবর লক্ষ্মী পুজো । তার আগেই সব বিসর্জন শেষ করতে হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রী যেদিন কার্নিভালের দিন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, সেইসময় আর জি করের ঘটনা ঘটেনি । কিন্তু, গত দেড় মাসে বদলে গিয়েছে কলকাতা-সহ গোটা রাজ্যের ছবি । ক্ষোভে ফেটে পড়েছে রাজ্য়বাসী । বিচার চাইছেন তাঁরা । রাজ্যের অধিকাংশ মানুষ বলছেন, উৎসবে ফিরবেন না । বিভিন্ন ক্লাব সরকারের অনুদান ফিরিয়েছে । এদিকে, ২ অক্টোবর মহালয়া, ৯ অক্টোবর দেবীর বোধন । শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে কুমোরটুলিতেও । কিন্তু, এবার দুর্গাপুজো কতটা উৎসবের চেহারা নেয়, তার উত্তর দেবে সময় ।