মঙ্গলে সুপ্রিমে কি আরও ‘ভিড়’?


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একটি মামলা, ২০০ উপর আইনজীবী। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় সুপ্রিম কোর্টে পরিস্থিতি এখন এমনই। শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি যত দীর্ঘ হয়েছে ততই বৃদ্ধি হয়েছে আইনজীবীর সংখ্যা। মামলার শুরুতে ওই সংখ্যা একশোর নীচে থাকলেও এখন তা দ্বিগুণের বেশি। সূত্রের খবর যে, অন্য দিকে, এই মামলায় রাজ্যের আইনজীবীর সংখ্যা কমে গিয়েছে। প্রথম শুনানিতে ২৪ জন থাকলেও এখন রাজ্যের আইনজীবীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবার আরজি কর মামলার শুনানি রয়েছে। ইতিমধ্যে ওই মামলায় বক্তব্য জানতে চেয়ে সেখানে আরও কয়েকটি আবেদন জমা পড়েছে। ফলে ওই দিন সংখ্যা আরও বাড়বে বলে অনেকে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *