‘জেল থেকে বেরিয়ে আমার শক্তি ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে’, তিহাড় থেকে মুক্তির পরই হুংকার কেজরিওয়ালের

📝শুভদীপ রায় চৌধুরী, Todays Story: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে জেল থেকে বেরোলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ‘আমার মনোবল ১০০% বাড়িয়ে দিয়েছে।’ জেল থেকে বেরিয়ে হুংকার অরবিন্দ কেজরিওয়ালের। শুক্রবার ভারী বৃষ্টি উপেক্ষা করেই জেলের বাইরে কেজরিওয়ালের জন্য অপেক্ষা করছিলেন আম আদমি পার্টির সমর্থকরা। ‘জেল কে তালে টুট গ্যায়ে, কেজরিওয়ালজি ছুট গ্যায়ে’ স্লোগানে ভরে উঠেছিল তিহাড় চত্বর।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় শুক্রবারই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। ইডির মামলায় আগেই তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন আপ প্রধান। এদিন কেজরিকে স্বাগত জানাতে এসেছিলেন তাঁর স্ত্রী সুনীতা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, অতিশি, সঞ্জয় সিং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

উল্লেখ্য, তিহাড় থেকে বেরিয়েই দিল্লির মুখ্যমন্ত্রী স্লোগান দেন, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’। আপ সমর্থকদের উদ্দেশ্যে কেজরিওয়াল বলেন, ‘আপনাদের সকলকে ধন্যবাদ বৃষ্টির মধ্যে অপেক্ষা করার জন্য। ওরা আমায় জেলে পাঠিয়েছিল, ভেবেছিল কেজরিওয়ালকে জেলে পাঠালে ওঁর মনোবল ভেঙে যাবে। আজ, আমি বলতে চাই যে জেল থেকে বেরিয়ে আসার পর আমার মনোবল আরও ১০০ গুণ বেড়ে গিয়েছে। আমার শক্তি ১০০ গুণ বেড়ে গিয়েছে।’

বলাবাহুল্য, ‘দেশদ্রোহী’ শক্তির বিরুদ্ধে তিনি লড়ে যাবেন বলেই জানান কেজরিওয়াল। তিনি এও বলেন, ‘আমি দেশের জন্য জীবন উৎসর্গ করেছি। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা রক্তবিন্দু দেশের জন্য উৎসর্গ করা। আমি জীবনে অনেক প্রতিবন্ধকতার মুখে পড়েছি, কিন্তু ঈশ্বর আমায় প্রতিটা পদে সমর্থন করেছে, সাহায্য করেছে কারণ আমি সত্যনিষ্ঠ ও সৎ ছিলাম।’

error: Content is protected !!