📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কি জামিন পাবেন? সুপ্রিম কোর্ট অবশেষে শুক্রবার এই ব্যাপারে রায় ঘোষণা করবে। সুপ্রিম কোর্টের শুক্রবারের কার্যসূচিতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁর এজলাসে কেজরিওয়ালের জামিন মামলার রায়দানের কথা উল্লেখ করা হয়েছে।
দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদন নিয়ে গত সপ্তাহে গোটা দিন শীর্ষ আদালতে শুনানির পর রায়দান স্থগিত রাখেন। আম আদমি পার্টি-সহ ইন্ডিয়া জোটের শরিক দলগুলি আশাবাদী, শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীর এবার জেলমুক্তি ঘটবে।
সামনেই চার রাজ্যের বিধানসভার ভোট। বছর ঘুরতে দিল্লি বিধানসভারও নির্বাচন হওয়ার কথা। কেজরিওয়াল জামিন না পেলে রাজধানীতে রাষ্ট্রপতি শাসন জারির পথে হাঁটতে পারে নরেন্দ্র মোদী সরকার। সেই জল্পনাও শুরু হয়েছে রাজধানীতে। বিজেপি সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই দাবি পেশ করেছেন। রাষ্ট্রপতি ভবন দাবিপত্রটি স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়ে জল্পনা উসকে দিয়েছে। গত ২১ মে থেকে দিল্লির মুখ্যমন্ত্রী তিহাড় জেলে বন্দি। লোকসভা ভোটের সময় দিন সাতেকের জন্য সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিল।
কেজরিওয়াল ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন। এবার সিবিআইয়ের মামলায় জামিন পেলে কারামুক্তি ঘটবে তাঁর। সিবিআই তাঁর জামিন আটকাতে আগের শুনানিতে জোরদার লড়াই করে। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর পক্ষে কি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সম্ভব? সিবিআই কেন জামিনের বিরোধিতা করছে? তাছাড়া, মদকাণ্ডে বেশিরভাগ অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন।
সিবিআই তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশের পাশাপাশি পদ্ধতিগত ইস্যুও তুলেছে। তাদের বক্তব্য, জামিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রথমে নিম্ন আদালতে যেতে হবে। এমনই রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা করেন কেজরিওয়াল।

