📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারত জুড়ে উত্তাল আর জি কর আন্দোলন। শহর কলকাতার সাথে গোটা দেশ উত্তাল। আন্দোলনের ঢেউ এবার আটলান্টিক সমুদ্র অতিক্রম করল। সম্প্রতি তিলোত্তমার জন্য, বিচার চেয়ে সোচ্চার মার্কিন যুক্তরাষ্ট্রের মরু শহর ফিনিক্স।
শ্রুতি দাস, রূপাঞ্জনা সেনগুপ্ত ও সপ্তপর্ণী মুখার্জি মূলত এই তিন বাঙালী -র নেতৃত্বে তিলোত্তমার বিচারের জন্য আন্দোলিত প্রবাসী বাঙালি সমাজ। RG Kar কাণ্ডে বিচারের দাবিতে স্থানীয় এলডোরাডো পার্কে জড়ো হয়েছিলেন, এই মরু শহরের প্রবাসী বাঙালীরা। প্রতিবাদ কর্মসূচি শুরু হয় তিলোত্তমার প্রতি দু মিনিট নীরবতা পালনের মাধ্যমে। মানব বন্ধন, প্রতিবাদী গান, বক্তৃতা এবং জাতীয় সংগীতের মধ্যে দিয়ে, এই প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।