📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কালচারাল এ্যান্ড লিটারেলি ফোরামের উদ্যোগে পার্ক স্ট্রিট অক্সফোর্ড বুক স্টোরে, সোমবার অনুষ্ঠিত হল সরলা দেবী চৌধুরানী পুরস্কার। এই অনুষ্ঠান দ্বিতীয় বছরে পা রাখল। গত বছরের মতন এবারও ফোরাম বাংলার সাত কৃতী নারী -কে সম্মানিত করল। অনুষ্ঠানের শুরুতেই তিলোত্তমার প্রতি নীরবতা পালন করা হয়।

ফোরামের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি বলেন – আমরা এই সম্মান জানাতে পেরে গর্বিত। আজ বাংলা যে জায়গায় দাড়িয়ে রয়েছে তা ভাবলে শিউরে উঠতে হয় কিন্তু সরলা দেবী চৌধুরানী যে সময়ে সমাজের বিভিন্ন ঘটনার প্রতিবাদী মুখ হয়ে উঠেছিলেন, তখন বাংলা ছিল তমসাচ্ছন্ন। বাঙালীর সরলা দেবী -কে মনে রাখা জরুরি এবং বাংলার নারীদের সম্মান কোনও ভাবে নষ্ট করা যাবেনা।

আজকের এই অনুষ্ঠানে সম্মানিত হলেন অভিনেত্রী তনিমা সেন, রাজনৈতিক কর্মী সায়রা শাহ হালিম, সাহিত্যিক নিবেদিতা আচার্য, বিশিষ্ট উদ্যোগপতি সুতপা সাহা, সামাজিক মাধ্যমে পরিচিত মুখ রেখা চক্রবর্তী এবং কর্পোরেট সংস্থায় উচ্চ পদে থাকা অন্তরা রায়।