লাদাখ শৃঙ্ঘেও ” We Want Justice “

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লাদাখের পর্বত শৃঙ্গেও দাবি উঠলো, ‘জাস্টিস ফর আর জি কর’। লাদাখের দুই পর্বত শিখর কাঙ ইয়াৎসে ১ শৃঙ্গে সফল আরোহণ করেছেন পশ্চিমবঙ্গের কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সাত পর্বতারোহীর এক দল। সেই দলের চার সদস্যের ক্লাইম্বিং টিম শুক্রবার সকালে ওই দুই শিখরে পা রেখেছে। জাতীয় পতাকা ও নিজেদের সংগঠনের পতাকার সঙ্গে তাঁরা তুলে ‘উই ওয়ান্ট জাস্টিস’ পোস্টারও।

আর জি করের ঘটনা নিয়ে যখন কলকাতা সহ রাজ্য, দেশ এমনকি তার গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্ব উত্তাল, তখন দলনেতা প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে গত ২১ আগস্ট কামারহাটি ট্রেকার্স অ্যাসোসিয়েশনের এই দলটি লাদাখের কাঙ ইয়াৎসে ১ ও ২ শৃঙ্গ অভিযানে রওনা হয়েছিল। দিল্লি হয়ে লে পৌঁছে, তাঁরা গত ২৬ আগস্ট কাঙ ইয়াৎসের নিচে বেস ক্যাম্পে পৌঁছান। দলনেতা প্রদীপ চক্রবর্তী ছাড়া ওই দলে রয়েছেন রণদীপ অধিকারী, বিশ্বজিত বিশ্বাস, শম্পা ওঁরাও, শ্যামল আচার্য, প্রদীপ কুমার চক্রবর্তী ও অশোক সরকার। পরে ২৮ আগস্ট ক্যাম্প ওয়ান হয়ে ২৯ তারিখ তাঁরা পৌঁছে যান ক্যাম্প টু’তে। সেদিন রাত ১২টায় চার ক্লাইম্বিং সদস্য প্রদীপ চক্রবর্তী, রণদীপ অধিকারী, বিশ্বজিত বিশ্বাস, শম্পা ওঁরাও শৃঙ্গ অভিযানের উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার, ৩০ আগস্ট সকাল সাড়ে ছ’টায় কাঙ ইয়াৎসে প্রথম শৃঙ্গে চড়তে সক্ষম হয় দলটি। তুলে ধরেন ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা বহু পরিচিত সেই পোস্টার।