📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইন্ডাস্ট্রিজুড়ে কি ফের উঠছে #মিটুর ঝড় ? যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলের সাসপেনশনের খবর প্রকাশ্যে আসতেই সেরকমই প্রশ্ন উঠছে টলি অন্দরে । পরিচালক সাসপেন্ড হতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন টলিপাড়ার একের পর এক অভিনেত্রী । সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা বইছে । স্বস্তিকা বলেছেন,পাপের ঘড়া উল্টোয় । এবার অভিনেত্রী চৈতি ঘোষাল লিখলেন, ‘পাপ কখনও বাপকেও ছাড়ে না’ ।
এক সংবাদমাধ্যমে প্রকাশিত অরিন্দমের সাসপেনশনের খবর শেয়ার করে, চৈতি লেখেন, ‘যাক…পাপ কখনও বাপকেও ছাড়ে না । ‘ তারপরই তিনি ব্যঙ্গ করে লেখেন, ‘না এটা আমার নাটকের ডায়লগ । শো আছে দুর্গাপুরে । তাই রিহার্সাল করে নিলাম আপনাদের সঙ্গে । ‘
চৈতি আরও লেখেন, ‘এবার একটু ঘুমিয়ে নিই । অনেকদিন ঘুমটা হয়নি’ । অর্থাৎ চৈতি এটাই বোঝাতে চাইলেন, এবার তিনি নিশ্চিন্তের ঘুম ঘুমাতে পারবেন ।
অরিন্দমের সাসপেনশনের খবর প্রকাশ্যে আসতেই স্বস্তিকা লেখেন, “পাপের ঘোড়া উল্টোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারবো না। ভগবান তুমি এইটুকু কথা রেখেছো। এটাই অনেক।”
শতরূপা সান্যাল লেখেন, “বাংলা সিনেমা ও থিয়েটারের নোংরা সাফাইয়ের কাজ শুরু হয়েছে। সাবাস , মেয়েরা! এখানে থেমোনা! পুরুষ ও পুরুষতন্ত্রের প্রভুত্বের দিন শেষ হোক! মার ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, যত আছে নোংরা, সবই খ্যাংড়া মেরে ঘর থেকে দূর কর!!”
অরিন্দমের সাসপেনশনের খবর পেতেই রীতিমতো সেলিব্রেশন মুডে রয়েছেন শিল্পী বেনি বসু । সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা, সুদীপ্তা, ঊষসী, অপর্ণা সেনদের ট্যাগ করে ক্যাপশনে, রাজ কি আয়াগি বারাত সিনেমার গানের একটা লাইন লিখেছেন । সেইসঙ্গে জানিয়েছেন, রবিবার রাতটা তাঁরা শুধু নাচবেন । এর আগেও বেনি-কে সিনে, থিয়েটার দুনিয়ায় মেয়েদের নিরাপত্তার ইস্যু নিয়ে সরব হতে দেখা গিয়েছিল ।