📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: টলিউডের একেবারে প্রথম সারির পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় তাঁকে সাসপেন্ড করা হল। ২০ বছর ধরে এরই অপেক্ষায় ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বাংলা ইন্ডাস্ট্রিতে বরাবর ঠোঁট কাটা হিসেবে পরিচিত স্বস্তিকা এই খবরে কোনও রাখঢাক নয়া করেই উচ্ছ্বাস প্রকশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
দিন কয়েক আগে এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে দৃশ্য বোঝানোর নাম করে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হন। তার জেরেই ‘ডিরেক্টর্স গিল্ড’ সাসপেন্ড করল পরিচালককে।
গত কয়েক বছরে, রূপাঞ্জনা মিত্র সহ একাধিক অভিনেত্রী বিভিন্ন সময় অরিন্দমের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। প্রতিবারই পরিচালক সেই সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এ বার ‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’র পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হচ্ছে।
খবর প্রকাশ্যে আসতেই স্বস্তিকা ফেসবুকে লেখেন, ‘‘পাপের ঘড়া উল্টোয়”। বাংলা বিনোদন জগতের মেয়েদের উদ্দেশে স্বস্তিকা বলেন, সম্মান দখল করার সময় এসেছে, গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে। সবাই বেরিয়ে এসো। হাত ধরে একসঙ্গে সরব হই। এটা আমাদের ন্যায্য অধিকার।’’ সঙ্গে অরিন্দমের ক্ষমা চেয়ে হাতে লেখা চিঠিটিও পোস্ট করেন স্বাস্তিকা।
অভিযোগ নিয়ে অরিন্দমের কী বক্তব্য
টিভি ৯ বাংলাকে অরিন্দম জানিয়েছেন, ডিরেক্টর্স গিল্ড তাঁর সঙ্গে কোনও কথা বলেনি। পরিচালকের দবি, মে মাসেই তাঁর আগামী ছবির শুটিং হচ্ছিল। নায়ক নায়িকার চুম্বন দৃশ্য বোঝাতে গিয়ে তাঁর মুখ অভিনেত্রীর গাল ছুঁয়ে যায়।
‘নির্দোষ’ শংসাপত্র না পাওয়া পর্যন্ত কাজ করতে পারবেন না অরিন্দম শীল। অরিন্দম শীলকে সাসপেন্ড করার খবর সামনে আসতেই স্বস্তিকার মতো সুদীপ্তা চক্রবর্তী, শতরূপা সান্যালরা, সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।