📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী সোমবার আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগে রবিবার ‘রাজপথে আদালত’ বসাতে চলেছেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। সাধারণ মানুষ সেখানেই জানাবেন নিজেদের মতামত। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে তাঁরা জানিয়েছে, ৮ সেপ্টেম্বর, রবিবার জেলায় জেলায় সকাল ১০টা থেকে ‘অভয়া ক্লিনিক’-এর আয়োজন করা হবে। অভয়া ক্লিনিক সংলগ্ন এলাকাতেই তাঁরা আয়োজন করবেন ‘জনতার মতামত, রাজপথে আদালত’ কর্মসূচি। পাশাপাশি রবিবার ফের একবার মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিকেল পাঁচটায় রাস্তায় মানববন্ধন করে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বানও জানিয়েছেন সকলে।
এছাড়া ‘জনতার আদালতে’ জনতার কাছে কিছু প্রশ্ন রেখেছেন আন্দোলনকারীরা ডাক্তাররা। আন্দোলন কোন পথে চলছে, তাঁরা এটা চালিয়ে যেতে পারেন কিনা কিংবা ‘অভয়া ক্লিনিক’ এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা, তার উত্তর চান তাঁরা। একই সঙ্গে আরজি কর কাণ্ডের তদন্তে পুলিশ এবং সিবিআইয়ের ভূমিকা সম্পর্কেও জানতে চেয়েছেন প্রতিবাদীরা।