মৃত চিকিৎসকের পরিবারকে টাকার ‘অফার’, টানাপোড়েনের মাঝে মুখ খুললেন কুণাল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর পরিবারকে টাকার ‘অফার’ দেওয়া হয়েছিল পুলিশের তরফে। এমনই অভিযোগ করেন নির্যাতিতার বাবা।

এদিকে তৃণমূলের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। দাবি করা হয়েছে, কিছুদিন আগেই ‘নির্যাতিতার বাবা-মা’ জানিয়েছিলেন পুলিশ কোনও টাকার কথা বলেননি। এবার এই টানপোড়েনের মাঝেই মুখ খুললেন কুণাল ঘোষ।

কুণালের কথায়, ‘টাকা কিংবা টাকা নয়, দুরকম ভিডিওই প্রকাশ্যে। কৌতূহল, টাকার অভিযোগটা সিবিআইকে দেওয়া বয়ানে ছিল কি না। না থাকলে, কেন এত বড় অংশটা সিবিআইকে বলা হয়নি? আর যদি বলা হয়ে থাকে, তাহলে সিবিআই এতদিনে সংশ্লিষ্ট অফিসারকে জিজ্ঞাসা করল না কেন?’

তৃণমূলের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। দাবি করা হয়েছে, কিছুদিন আগেই ‘নির্যাতিতার বাবা-মা’ জানিয়েছিলেন পুলিশ কোনও টাকার কথা বলেননি।

তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য ‘মা-বাবার বক্তব্য’ লিখে একটি ভিডিও পোস্ট করেন। তাতে তাঁদের কেউ বলছেন, ‘একটা প্রচার হচ্ছে যে পুলিশ-প্রশাসন থেকে নাকি কোনও টাকা দিয়ে’