আজ আরজি কর মামলার শুনানি হচ্ছে না শীর্ষ আদালতে

📝 শুভদীপ রায় চৌধুরী , Todays Story: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে চলল প্রতিবাদ কর্মসূচি। শহর কলকাতা ছেয়ে গেল মোমবাতির আলোয়। তিলোত্তমা খুনের প্রতিবাদে শহরের উত্তর থেকে দক্ষিণ কাতারে কাতারে মানুষজন রাস্তায় নামলেন মোমবাতি নিয়ে। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতে আরজি কর-কাণ্ডের মামলার শুনানি হচ্ছে না। যদিও প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না, তা জানানো হয়েছিল। এবার, অন্য বেঞ্চেও মামলার শুনানি রাখা হয়নি। তবে শুনানির নতুন তালিকা প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টে। সেই তালিকায় আরজি কর মামলা রাখা হয়নি।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ৫ সেপ্টেম্বর বসবে না। ওই বেঞ্চের বাকি দুই সদস্য বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র আলাদা করে ১০ নং কোর্টের কিছু মামলা শুনবেন। কিন্তু কোন মামলা শুনবেন, তখনও স্পষ্ট ছিল না। ফলে আরজি করের শুনানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে সুপ্রিম কোর্ট থেকে দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি করে ১০ নম্বর কোর্টের মামলার নতুন তালিকা প্রকাশ করা হয় বলেই খবর।

 উল্লেখ্য, এবারের নতুন তালিকায়, আরজি কর মামলাটি রাখা হয়নি। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চেও শুনানি হচ্ছে না এই মামলার। দীর্ঘ দিন ধরে আরজি করের বিচারের দাবিতে বসে রয়েছেন আমজনতা। জুনিয়ার ডাক্তাররা সুপ্রিম কোর্টের এই শুনানির দিকেই তাকিয়ে ছিলেন। আর শুনানি পিছিয়ে যাওয়ায় তাঁরা হতাশ। কবে আরজি কর মামলার শুনানি হবে, তা বৃহস্পতিবারই জানা যাবে।

বলাবাহুল্য, আরজি কর-কাণ্ডে মামলাকারীর পক্ষে লড়ছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার শুনানি থাকায় তিনি বুধবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর পথে জানতে পারেন, প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না। বিমানবন্দর থেকে আইনজীবী বলেন, ‘‘এটা আগে থেকে আমাদের জানানো উচিত ছিল। বেঞ্চ না বসার কথা এখন জানতে পারছি। এতে আমাদের সময়, টাকা দু’টোই নষ্ট হল।’’
error: Content is protected !!