সাউথ পয়েন্ট স্কুলে আর্থিক দুর্নীতি মামলা, কলকাতায় দুটি বাড়িতে ইডির হানা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা সাউথ পয়েন্ট স্কুলের দুর্নীতি মামলায় ফের তদন্ত শুরু করল ইডি। মঙ্গলবার ওই স্কুলের পরিচালন সমিতির সঙ্গে যুক্ত এক ব্যক্তির নিউ আলিপুরের বাড়িতে হানা দিলেন ইডির কর্তারা। প্রায় একই সময়ে কসবার একটি বাড়িতেও হানা দেওয়া হয়েছে বলে খবর।

বেশ কয়েক বছর আগে সাউথ পয়েন্ট স্কুলের আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কৃষ্ণ দামানি নামের এক ব্যক্তিকে। তিনি স্কুলের অছি পরিষদের প্রাক্তন সদস্য ছিলেন। সেই সময় এই দুর্নীতির তদন্ত করেছিল কলকাতা পুলিশ। কয়েক কোটি টাকার আর্থিক তছরূপে অভিযোগ উঠেছিল। সেই টাকা কোন অ্যাকাউন্টে গিয়েছে তা খতিয়ে দেখতেই এদিন ময়দানে নামে ইডি।

এদিন সকালে নিউ আলিপুরে সাউথ পয়েন্ট স্কুলের পরিচালন সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুশীল কুমার দাগারের বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় এজেন্সির আরও একটি টিম হানা দেয় কসবার কায়স্থ পাড়ায় কে কে মালব্যর বাড়িতে। সাউথ পয়েন্টে দুর্নীতির অভিযোগে এর আগে তদন্ত করেছে কলকাতা পুলিশও।

এই বছর ফেব্রুয়ারিতে কলকাতার নামজাদা স্কুল সাউথ পয়েন্টে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ, স্কুলে শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগের নামে প্রায় ২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে কৃষ্ণ দামানিকে।

error: Content is protected !!