‘কুৎসিত কাজ, ধর্মের নামে বিভাজনের চেষ্টা’, ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ নিয়ে মুখ খুললেন রাজ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’। ছবিটি নিয়ে এবার মুখ খুললেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। বললেন, “ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমাটি কুৎসিত একটা কাজ। ধর্মের নামে বিভাজনের চেষ্টা ও রাজনৈতিক প্রচারমূলক একটি সিনেমা।”

বারাকপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দাসের উদ্যোগে রবিবার কর্মমেলার আয়োজন করা হয়েছিল। নিজেদের সংস্থায় চাকরি দিতে সেখানে উপস্থিত ছিলেন ৫৪টি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। বিগত দুবছরের উপস্থিতি ছাপিয়ে এদিন হাজির ছিলেন কমবেশি ১ হাজার ৫০০ জন চাকরিপ্রার্থীরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, “দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ সিনেমার ট্রেলার আমি দেখেছি। একজন পরিচালক হিসেবে বলব একদম কাঁচা, কুৎসিত একটা কাজ। দেখেই বোঝা যাচ্ছে ধর্মের নামে বিভাজনের চেষ্টা হচ্ছে। এটা বাংলার সংস্কৃতি, কৃষ্টির উপর আঘাত। বাংলাকে কলঙ্কিত করার জন্য রাজনৈতিক প্রচারমূলক একটি সিনেমা। বাংলার মানুষ এটাকে সফল হতে দেবে না।”