তিন চ্যানেলে মুখপাত্র না পাঠানোর সিদ্ধান্ত TMC-র


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলা বিরোধী প্রপোগান্ডা’ ছড়ানোর জন্য এবার বেশ কিছু চ্যানেলে মুখপাত্রদের না পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। এদিন বিবৃতি জারি করে দলের তরফে জানানো হয়েছে, ‘দিল্লির জমিদারদের সন্তুষ্ট করার জন্য তাদের দায়বদ্ধতা রয়েছে আমরা একথা জানি। বাংলার জনগনকে বলতে চাই যে এই সমস্ত চ্যানেলগুলিতে সমর্থক হিসাবে যাঁদের দেখানো হবে তাঁদের দেখে বিভ্রান্ত হবেন না। কারণ অফিসিয়ালি তাঁরা আমাদের প্রতিনিধি নয়।’

error: Content is protected !!