📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলায় পুজোর রিলিজ মানেই সৃজিত মুখোপাধ্যায়। গত পুজোয় তাঁর তুরুপের তাস ছিল ‘২২ শে শ্রাবণ’-এর প্রিকোয়েল ‘দশম অবতার’। এ বছর পুজোয় আসছে ‘টেক্কা’। দেব-রুক্মিণীকে নিয়ে এই প্রথম ছবি করলেন সৃজিত, এছাড়াও ছবিতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায় চৌধুরী।
পুজোর ছবির প্রচার শুরু করলেন দেব। রবিবার সকালে ‘টেক্কা’র একটি পোস্টার শেয়ার করেন দেব। যেখানে অন্যরূপে দেখা গেল রুক্মিণী মৈত্রকে। প্রথম ঝলক প্রকাশ্যে এল টেক্কার নায়িকার।
“সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক….এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে”, এমন ক্যাপশানেই রুক্মিনীর পোস্টার শেয়ার করেছেন দেব। যেখানে রুক্মিনীকে দেখা যাচ্ছে একটি তাসের মধ্যে। চোখে চশমা, হাতে বন্দুক, চুল ছোট করে কাটা। দেব লিখছেন, ‘এবার পুজোতে টেক্কা দিতে প্রস্তুত আমরা’। পুজোতেই মুক্তি পাবে দেব-সৃজিতের টেক্কা । প্রায় ৮ বছর পর আবারও একসঙ্গে এই জুটি ।
উল্লেখ্য, টেক্কা-তেও অন্য রূপে দেখা যাবে দেবকে । জানা গিয়েছে, সিনেমায় জমাদারের চরিত্রে অভিনয় করবেন দেব । এছাড়া, তাঁর লুকেও থাকছে নানা চমক । টেক্কা-র মধ্যে দিয়ে নতুন কিছু উপহার দিতে চলেছেন অভিনেতা । ৮ অক্টোবর ছবির শুভ মুক্তি।