রবীন্দ্র সদন থেকে হাজরা প্রতিবাদী পদযাত্রা ! অনুমতি দিল হাইকোর্ট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কালচারাল এন্ড লিটারারি ফোরামের পক্ষ থেকে আর জি কর কান্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে, রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদী পদযাত্রার আবেদন কলকাতা পুলিশ খারিজ করে, এরপর কলকাতা হাইকোর্টের দারস্ত হয় ফোরাম। গতকাল এই মামলায় ফোরামের পক্ষেই রায় দেন বিচারপতি অমৃতা সিনহা। আজ ১ তারিখের মধ্যে এই সংগঠনকে পদযাত্রার জন্য যথাযথ অনুমতি দিতে হবে এবং কলকাতা পুলিশকে, এই পদযাত্রায় সমস্ত রকম সহযোগিতার নির্দেশ দেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রীতম সরকার বলেন “এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং আর জি করের এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি করেছি। কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসের সামনে রানুছায়া মঞ্চে বুদ্ধিজীবী সমাবেশ হয়েছে। এবার আমরা রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত সাধারণ মানুষ, বুদ্ধিজীবি , শিল্পী, লেখক, সাহিত্যিক সকলকে নিয়ে একটি প্রতিবাদী পদযাত্রা করব এবং আর জি করের ঘটনার সাথে যুক্ত প্রকৃত দোষীদের চরমতম শাস্তির দাবি জানাবো আমরা।

error: Content is protected !!