দেবের হাতে বন্দুক, কোলে বাচ্চা ! একদৃষ্টে তাকিয়ে সৃজিত, কোন চমক দিলেন দু’জনে ?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দীর্ঘ প্রতীক্ষার পর দেব অভিনীত খাদান-এর প্রথম ঝলক দেখেছেন দর্শকরা । খাদান-এর টিজারে ‘অ্যাকশন হিরো’ দেব চমকে দিয়েছেন সবাইকে । দু’দিন কাটতে না কাটতেই আবারও বড় চমক । এবার ‘টেক্কা’ দিতে তৈরি দেব । সৃজিতকে সঙ্গে নিয়ে সেই বার্তাই দিলেন অভিনেতা ।

সোশ্যাল মিডিয়ায় টেক্কার স্পেশ্যাল স্ক্রিনিংয়ের একটি ছবি শেয়ার করেছেন দেব । সেখানে স্ক্রিনে দেখা গেল, দেবকে । তাঁর এক হাতে বন্দুক, আর কাঁধে বাচ্চা । সেই স্ক্রিনের দিকেই একদৃষ্টিতে তাকিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । ক্যাপশনে দেব লেখেন, ‘খাদানের টিজারের ব্লকবাস্টার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ! ফের ধন্য়বাদ জানাই! এবার তৈরি থাকো এই বছরের সবচেয়ে বড় থ্রিলারের জন্য…এবার পুজো তে টেক্কা দিতে প্রস্তুত আমরা!’

পুজোতেই মুক্তি পাবে দেব-সৃজিতের টেক্কা । প্রায় ৮ বছর পর আবারও একসঙ্গে এই জুটি । দেব ছাড়াও সিনেমায় অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, টোটা রায়চৌধুরী, পরাণ বন্দ্যোপাধ্যায়কে ।

কমার্শিয়াল সিনেমার নায়ক হিসেবে টলিউডে অভিষেক দেবের । তবে, গত কয়েক বছর ধরে একটু অন্য ধারার সিনেমায় অভিনয় করছেন দেব । সেই তালিকায় রয়েছে টনিক, ব্যোমকেশ, বাঘাযতীন, প্রজাপতি-সহ আরও অনেক সিনেমা । গত কয়েক বছরে সিনেমার প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন, গড়েছেন । টেক্কা-তেও অন্য রূপে দেখা যাবে দেবকে । জানা গিয়েছে, সিনেমায় জমাদারের চরিত্রে অভিনয় করবেন দেব । এছাড়া, তাঁর লুকেও থাকছে নানা চমক । টেক্কা-র মধ্যে দিয়ে নতুন কিছু উপহার দিতে চলেছেন অভিনেতা ।

এদিকে, দেবের সিনেমা খাদান বড়দিনে মুক্তি পাবে । ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘সুরিন্দর ফিল্মস’-এর প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি । টিজারে কয়লা খনি, অপরাধ, স্থানীয় ভাষার ঝলক। দেবকে বলতে শোনা গিয়েছে, ‘ফ্যামিলি লিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি?’ যা শুনে বোঝাই যাচ্ছে এবার মূলধারা বাংলা ছবিতে অ্যাকশন হিরো হিসেবে অনুরাগীদের সামনে ফিরছেন দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *