ডুরান্ডের ফাইনালে মোহনবাগান, দল নিয়ে প্রত্যয়ী কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে মোহনবাগান। কোয়ার্টার ফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে জয়। সেমিফাইনালে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসিকে হারিয়ে জয়। আগামী শনিবার ডুরান্ড ফাইনালে তাঁদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। জয় নিয়ে আশাবাদী দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। বুধবার লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন জাহির খান। সেই মঞ্চেই মোহনবাগানের প্রসঙ্গ উঠতেই মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা।

বুধবার সাংবাদিক বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, তিনি দলকে নিয়ে আশাবাদী। ফাইনালে সমর্থকদেরও মাঠ ভরানোর বার্তা দেন তিনি। মোহনবাগানের কর্ণধার জানিয়েছেন, ডুরান্ড কাপ ফাইনালে দলকে সমর্থন করুন ও দলের পাশে থাকুন। তাঁর মতে, এই দলে অনেক প্লেয়ার আছেন, যাঁরা ভাল পারফরম্যান্স করছেন। তাই ফাইনালে যে সবুজ-মেরুনই জিতবে, তা নিয়ে প্রত্যয়ী তিনি।

সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, “এটিকে থেকে শুরু করে এটিকে মোহনবাগান, বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টস। প্রায় ১০টি খেতাব অর্জন করে ফেলেছি। ৫টি ফাইনাল খেলেছি, আটবার প্লে-অফেও উঠেছে এই দল। দলে জয়ের মনোভাব বজায় ছিল। এটা খেলা। তাই জয়-হার তারই অঙ্গ। কিন্তু সাফল্য পাওয়ার ক্ষেত্রে বাকিদের থেকে আমি অনেকটাই এগিয়ে আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *