‘মেয়ে ফিরে আসবেই, চিন্তা করছি না’, মনকে শক্ত রেখেছেন সুনীতা উইলিয়ামসের মা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস। কবে তাঁকে নাসা ফেরাতে পারবে তা নিয়ে অনিশয়তা এখনও কাটেনি। বিশ্বের বিজ্ঞানমহল যে এই বিষয়টি নিয়ে চিন্তিত তা বলাই বাহুল্য। তবে আশা হারাচ্ছেন না সুনীতার মা। মার্কিন সংবাদমাধ্যমে মুখ খুলেছেন তিনি। বলেছেন, ”মেয়ে ঠিক ফিরে আসবেই।”

মাত্র আট দিনের অভিযানে গেছিলেন সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর। কিন্তু এখন দু’মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছেন তাঁরা। যে রকেট করে তাঁরা গেছিলেন তাতে ত্রুটি ধরা পড়েছে। তাই সেটি করে আর পৃথিবীতে আসতে পারবেন না সুনীতারা। নাসাও এই ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেনি এখনও। কীভাবে, কবে তাঁদের ফেরত আনা যাবে, আদৌ আনা যাবে কিনা, তা জানতে চাইছেন সকলেই। কিন্তু সুনীতার মা বনি পাণ্ডে কিন্তু একদমই নেতিবাচক কিছু ভাবছেন না।

বনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ”মেয়ে যেখানে আছে ওটাই ওঁর সবথেকে ভাল থাকার জায়গা। গত ২০ বছর ধরে নভোশ্চর হিসেবেই কাজ করছে সুনীতা। জানি কী কী ঘটে এবং ঘটতে পারে। তবে আমি চিন্তিত নয়। জানি ও ঠিকভাবে ফেরত আসবে।” তিনি আরও বলেন, মেয়েকে কোনও পরামর্শ দেন না। এর আগে ৪০০ দিন মহাকাশে কাটানোর অভিজ্ঞতা তাঁর আছে। তাই এই বিষয়টি নিয়ে ভাবিত নন তিনি।

নাসা যে সুনীতাদের ফেরাতে দেরি করছে এই বিষয় নিয়ে কি তাঁর কোনও ক্ষোভ রয়েছে? এই প্রশ্নের উত্তরে বনি জানান, ”তাড়াহুড়ো যে করা হচ্ছে না এটাতেই আমি স্বস্তি পাচ্ছি। একাধিক দুর্ঘটনার খবর মাঝে মাঝেই পাই। তাই সময় নিয়ে কাজ করাই শ্রেয় বলে মনে হয়।” তাঁর সাফ কথা, নিরাপদভাবে মেয়ে ফিরে আসুক এটাই তিনি চান, তার জন্য যত সময় লাগে লাগুক।

তৃতীয়বারের জন্য মহাকাশ অভিযানে গেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। গত ৫ জুন নাসার তরফে আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে মহাকাশযান বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপস্যুলে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন তিনি। তার পর থেকে ৮০ দিন পেরিয়ে গিয়েছে। এখনও স্পেস স্টেশনে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভুত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস।

বোয়িং স্টারলাইনার মহাকাশযানে করে মহাকাশে গিয়েছিলেন সুনীতারা। কিন্তু পৃথিবী ছাড়ার পরেই এই বোয়িংয়ের পাঁচটি হিলিয়াম ফুটো হয়ে যায়। এর ফলে নষ্ট হয়ে যায় পাঁচটি ম্যানুভারিং থ্রাস্টার। নাসা জানিয়েছে, স্টারলাইনার তথা সুনীতাদের কীভাবে ফেরানো যেতে পারে তার জন্য ইতিমধ্যে ১ লক্ষেরও বেশি মডেল-টেস্ট করেছে নাসা। তবে কোনও ভাবেই কোনও সুরাহা মিলছে না। জানা গেছে, ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর সঙ্গে যৌথভাবে একটি মহাকাশযান তৈরি করছে নাসা। সেটাই মহাকাশে পাঠিয়ে সুনীতাদের উদ্ধারের চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *