📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ধর্ষণের সাজা একমাত্র ফাঁসি। আর এটা হলেই সব ঠান্ডা হয়ে যাবে। বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বার্তা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরজি করের ঘটনার পর থেকেই তিনি দোষীদের ফাঁসির দাবিতে অনড়। এদিন তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে স্পিকারকে বলে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হবে। আগামী ১০ দিনের মধ্যে ‘ধর্ষকের ফাঁসি চাই’ এই বিল এনে পাশ করিয়ে তা রাজ্যপালের কাছে পাঠানো হবে।
একইসঙ্গে তাঁর সংযোজন, তিনি জানেন রাজ্যপাল কিছুই করবেন না। যদি তিনি কিছু না করেন তখন তৃণমূল কর্মীদের রাজভবনের সামনে বসে থাকতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। আর সেই ধরনায় মহিলাদের পাশাপাশি ছেলেদেরও থাকতে হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসকে তিনি উৎসর্গ করেছিলেন আরজি করের নির্যাতিতার প্রতি।
এদিন তৃণমূল নেত্রী জানান, আরজি করে যা হয়েছে, তা নিন্দনীয়। কিন্তু তার পরে অ্যাকশন নিতে যাতে দেরি না হয়, কোনও ভুল ত্রুটি না হয় সেটাই ছিল সরকারের দেখার কাজ। তাঁর সরকার সাত দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ব্যবস্থা করার। এই প্রসঙ্গে এদিনের মঞ্চে ফের কামদুনি প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তিনি জানান, ‘অনেক চোর-ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয়। আমার কাছে অনেক ফাইল আসে, বলা হয় ১০-১২ বছর কেটে গেছে ছেড়ে দেওয়া হোক। কেন অত্যাচারীদের ছেড়ে দেওয়া হবে? ধর্ষকদের কেন ছাড়া হবে? এটা কীসের নিয়ম। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম ন্যায় সংহতি নিয়ে। কী সের প্রয়োজন ছিল ন্যায় সংহতির।’’