‘ অরাজনৈতিক স্লোগান’ -এ সোচ্চার আসানসোল বাসী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সোমবার কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের তরফে প্রতিবাদ মিছিল হয়। আসানসোল বাসীর সঙ্গে এই মিছিলে উপস্থিত ছিলেন পুরনিগমের প্রাক্তন মেয়র বর্তমানে বিজেপির রাজ্য নেতা জিতেন্দ্র তেওয়ারি।

আসানসোল আদালত চত্বর থেকে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের পর মিছিল শুরু হয়। সেই মিছিল বিএনআরে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে শেষ হয়। এই মিছিলে সমাজের বিভিন্ন স্তরের লোকজনেরা উপস্থিত ছিলেন। তারা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হন।

এই নারকীয় ঘটনা প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বলেন , ” যেভাবে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তার নিন্দার কোন ভাষা নেই। আজ যদি সব মানুষ একত্রিত হয়ে এই ঘটনার প্রতিবাদ না করেন, তাহলে যে কারও সঙ্গেই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে। সেই কারণেই আজ শুধু বাংলা নয়, সারাদেশ রাজপথে নেমেছে এবং দোষীদের শাস্তি দাবি করছে। ” তিনি আরো বলেন, সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতার রানু ছায়া মঞ্চে এই ঘটনার বিরোধিতা করে প্রতিবাদ সভা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দলমত নির্বিশেষে সকল মানুষ।

error: Content is protected !!