বুধবার থেকে টানা কর্মসূচির ঘোষণা সুকান্ত মজুমদারের, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি করে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। ১৬ দিন পরেও আন্দোলনের ঝাঁজ কমেনি। এই পরিস্থিতিতে আন্দোলন আরও বাড়াতে চলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের।

রবিবার শ্যামবাজারের ধর্না মঞ্চে একাধিক কর্মসূচি ঘোষণা করেন তিনি। সোমবার বাড়িতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের ডাক কেন্দ্রীয় মন্ত্রীর। তিনি বলেন, “এই ঘটনার প্রতিবাদে প্রত্যেক আন্দোলনে আমাদের সমর্থন আছে। আন্দোলনকারীদের উপর অত্যাচার হলে অ্যাম্বুল্যান্স নিয়ে পাশে থাকব। আগামী ২৮ অগাস্ট ধর্মতলায় ধর্না হবে।” পুলিশ অনুমতি না দিলে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। রাজ্য মহিলা কমিশনের দিকেও আঙুল তুলেছেন তিনি। দলের মহিলা সদস্যদের কাছে সুকান্তের আর্জি, ১ জন করে পরিচিত মহিলাকে সঙ্গে নিয়ে আন্দোলনে যোগদান করতে হবে। ২৯ অগাস্ট জেলায় জেলায় জেলাশাসক দফতর ঘেরাও কর্মসূচিরও ঘোষণা করা হয়েছে। দুপুর ১২টা থেকে ঘেরাও শুরু হবে। আগামী ২ সেপ্টেম্বর রাজ্যের প্রত্যেক ব্লকে বিজেপি কর্মীরা একদিন বিক্ষোভ কর্মসূচি করবেনষ আগামী ৪ সেপ্টেম্বর প্রতিটি মন্ডলে রাস্তা অবরোধ করবে বিজেপি। ওদিন এক ঘণ্টার জন্য বনধের ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার।

বিজেপির কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “এ রাজ্যে কীসের ধরনা, কীসের কর্মসূচি। যা মিছিল শুরু হবে, সেগুলো সিজিও কমপ্লেক্সের সিবিআই অফিসে শেষ হওয়া উচিত। বিজেপি শাসিত রাজ্যগুলিকে গত কয়েকদিনে যা হয়েছে, তার পরেও সুকান্ত মজুমদার এই রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা করছেন! সিবিআইকে দিয়ে ফয়সলা করা এখন আপনাদের দায়িত্ব। এভাবে নজর ঘোরানোর চেষ্টা করছেন!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *