আজ জন্মাষ্টমী, জন্মদিনে পঞ্চ ভোগে গোপাল আরাধনার দিন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ জন্মাষ্টমী। কথিত রয়েছে বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণ কারাগারে জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর গর্ভে ৷ কৃষ্ণের জন্মের সেই শুভ তিথিটিই ঘরে ঘরে জন্মাষ্টমী রূপে পালিত হয় ৷ সারা দেশ আজ মেতে উঠেছে কৃষ্ণ আরাধনায়। বৃন্দাবনেও মহাসমারোহে পালিত হয় জন্মাষ্টমী।

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। উৎসবটি প্রতি বছর ইংরাজি ক্যালেন্ডারে অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যেই পালিত হয়। এবার জন্মাষ্টমী পড়েছে সোম বার অর্থাৎ ২৬ অগাস্ট।

পঞ্জিকা অনুসারে আজ জন্মাষ্টমী পালিত হবে অষ্টমী তিথিতে। অষ্টমী তিথির শুরু রাত ৩টে ৪০ মিনিটে শেষ ২টো ২০ মিনিট পর্যন্ত। প্রতিবছর প্রথা মেনে জন্মাষ্টমীর দিনই কাঠামো পুজো হয় বেলুড়মঠে। কাঠামো পুজোর (Kathamo Pujo) পরই শুরু হয়ে যাবে মণ্ডপ বাঁধার কাজ ।

error: Content is protected !!