📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ছিল, সেই মতন বৃষ্টিও হল সারাদিন। শনিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে চার জেলায়। এইসব জেলা হল দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর। রবিবারও এই চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, হুগলি এবং পশ্চিমের তিন জেলা বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। কলকাতায় অবশ্য ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে শহরের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গে একমাত্র দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পঙে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। সপ্তাহ শেষে ভারী বৃষ্টির কারণ হিসাবে আলিপুর হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণেই এই পরিস্থিতি।
দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, জানাল হাওয়া দফতর
			
