বাংলায় চিকিৎসকদের কর্মবিরতি চলবে, সুপ্রিম কোর্টের অনুরোধের পরও সিদ্ধান্তে অনড় আন্দোলকারীরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলায় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলবে । সুপ্রিম কোর্টের তরফে কাজে ফেরার অনুরোধের পরও বাংলার ছবিটা বদলাচ্ছে না । ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অনুরোধ মেনে দিল্লি এইমস,মুম্বই থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চিকিৎসক সংগঠন কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে । কিন্তু, বাংলার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, এখনই কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে না । তাঁদের মতে, তদন্তের অগ্রগতি এখনও সেভাবে হয়নি । তাই রাজ্যের সব সরকারি হাসপাতালেই কর্মবিরতি চলবে।

জেনারেল বডি বৈঠকের পর চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, তদন্তের অগ্রগতি কতটা হয়েছে, সেটা তাঁদের কাছে স্পষ্ট নয় । তাই সিবিআই দফতরে তাঁদের একটি প্রতিনিধি দল যাবে । তদন্তের অগ্রগতির বিষয়ে জানার পরই কর্মবিরতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । এছাড়া,আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে জরুরি পরিষেবা অব্যাহত রয়েছে । সিনিয়র ডাক্তাররা কাজে রয়েছেন । চিকিৎসা পরিষেবা মিলছে ।

RG কর কাণ্ড নিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা শুনতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চে মামলাটির প্রথম শুনানি হয় । সেখানেই সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল । সেইমতো বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই ।

মামলার শুনানি চলাকালীন, জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার বার্তা দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি জানান, চিকিৎসকদের যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে । বর্তমানে চলতে থাকা কর্মবিরতির জন্য কোনও পদক্ষেপ করা হবে না। এর পরেই একাধিক চিকিৎসক সংগঠন কর্মবিরতি তুলে নেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু, বাংলায় পরিস্থিতি বদলাচ্ছে না ।