📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতার হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার ঢেউ আছড়ে পড়েছিল দিল্লিতেও। এমসের জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন শুরু করেছিলেন। ডাক দেওয়া হয়েছিল কর্মবিরতির। ১১ দিন পর সেই কর্মবিরতিতে ইতি টানছেন এমসের চিকিৎসকেরা। বৃহস্পতিবার থেকেই তাঁরা কাজে ফিরছেন। স্বতঃপ্রণোদিত এই মামলায় হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় আশ্বাস দেওয়ার জন্য দেশের শীর্ষ আদালতকে ধন্যবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা।