📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী ৩১শে আগস্ট চিত্র পরিচালক , অভিনেতা ঋতুপর্ণ ঘোষের জন্মদিন ।সেই উপলক্ষে রুদ্র পলাশ নৃত্যগোষ্ঠী আগামী ৩রা সেপ্টেম্বর, জ্ঞান মঞ্চে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করেছেন এক অনন্য সন্ধ্যা ” ঋতু উৎসব ২০২৪ “।
রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্যে একটা বড় বার্তা ছিলেন ঋতুপর্ন ঘোষ। উক্ত দিবসে রুদ্র পলাশ বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব বর্গ কে “ঋতু সম্মান” জ্ঞাপন করবেন । অভিনেতা, অভিনেত্রী ছাড়াও সমাজের কিছু লড়াকু ব্যক্তিবর্গকে তারা সম্মানিত করবেন । এই অনুষ্ঠানে জীবন কৃতি ঋতু সম্মানে ভূষিত হবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেত্রী সোহাগ সেন । এছাড়াও ওই দিনের বিশেষ আকর্ষণ রয়েছে রুদ্র পলাশ এর রূপান্তরকামী নৃত্যশিল্পীদের নৃত্যনাট্য “নূতন প্রাণ দাও” । ঋতুপর্ণ ঘোষের ছবির ১০ জন নায়িকা তাদের আত্মকথন নিয়ে আসবেন মঞ্চে এবং সবচেয়ে উল্লেখযোগ্য সেই ১০জন নায়িকার চরিত্রে অভিনয় করছেন ১০জন রূপান্তরকামী শিল্পী যা প্রথমবার । এই অনুষ্ঠানের মূল লক্ষ্য সমাজের এই রূপান্তরকামী ও তৃতীয় লিঙ্গের শিল্পীদের সামাজিক প্রতিষ্ঠা ,তাদের সম্মান যোগ্য প্লাটফর্ম দেওয়া যাতে তারা সাধারণ সমাজের বুকে নিজেদের প্রতিভা প্রকাশ এর সুযোগ পান।
এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, ঋতুপর্ণ ঘোষের ছবি থাকে কিছু চিত্রনাট্য সংগৃহীত হয়েছে। বাকি চিত্রনাট্য লিখেছেন মেঘ সায়ন্তনী ও সুজয় রুদ্র। মেঘ সায়ন্তনী রূপান্তরকামী আইনজীবী ও নৃত্য শিল্পী , তার দল রুদ্র পলাশ কে নিয়ে এই অনুষ্ঠান তিনি প্রতি বছর করে থাকেন । সমগ্র ভাবনা ও পরিচালনায় আছেন মেঘ সায়ন্তনী। উপদেষ্টা হিসাবে আছেন আইনজীবী দেবযানী ঘোষ ও আলোক ফাউন্ডেশন।সমাজের বুকে ঋতুপর্ণ ঘোষের হাত ধরে উঠে আসবে সেই সব নায়িকাদের গল্প । এই অনুষ্ঠানে অভিনয় করছেন বিশিষ্ট অভিনেতা রাজদীপ সরকার ও জী বাংলার ফিরকি ধারাবাহিক এর রূপান্তরকামী অভিনেত্রী কুসুম ও অভিনেতা কুশল ভৌমিক।