‘আমার রুমে পাঠিয়ে দিস…’, RG কর কাণ্ডের পরই অভিনেত্রী মিমিকে ধর্ষণের হুমকির অভিযোগ!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: RG কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছিলেন মিমি চক্রবর্তী। আর তারপরেই কুমন্তব্যের শিকার হতে হল টলিউড অভিনেত্রীকে। তাঁর অভিযোগ, টুইটে তাঁকে কুমন্তব্য করা হয়েছে। এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন তিনি। শুধু তাই নয়, মিমিকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

দুটি স্ক্রিনশট নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মিমি। সেখানে তিনি লেখেন,
বর্তমানে একজন মহিলার জন্যই ন্যায় বিচার চাওয়া হচ্ছে। কিন্তু এই বিষাক্ত পুরুষ সমাজ ধর্ষণের হুমকিকে নর্মালাইজ করে ফেলেছে। পাশাপাশি শিক্ষার পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওই পোস্টেই কলকাতা পুলিশকে ট্যাগ করেছেন মিমি।

১৪ অগাস্ট রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মিমি চক্রবর্তী। এরপর RG কর কাণ্ডের প্রতিবাদে টলি তারকারা মিছিল করে প্রতিবাদ করেছিলেন। যদিও ওই মিছিলে ছিলেন না মিমি চক্রবর্তী। তবে পরে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন মিমি। সেখানে তিনি কটাক্ষ করে লিখেছিলেন, ছেলেদের শিক্ষিত হতে বলুন এমনকি, ছেলেদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার কথাও উল্লেখ করেন। তিনি দাবি করেন, এইগুলি মেনে চললেই সবাই সুরক্ষিত থাকবে। আর তারপরেই কয়েকজনের কুমন্তব্য শুনতে হল অভিনেত্রীকে।

রশিদুল এবং সায়ক মিত্র নামে দুটি অ্য়াকাউন্টের দুটি পোস্ট টুইট করেছেন মিমি। অভিযোগ, ওই দুই এক্স হ্যান্ডেল ব্যবহারকারী কুমন্তব্য করেছেন। শুধু তাই না, তাঁদের মধ্যে একজন সরাসরি ধর্ষণের হুমকিও দিয়েছেন।

error: Content is protected !!