📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর জি কর কান্ডের নৃশংস ধর্ষণ খুনের ঘটনার পর কেটে গিয়েছে দশ দশটা দিন। বিচার পাইনি তিলোত্তমা। আর জি করের দরজায় আজও ডাক্তাররা তাদের সুরক্ষা নিশ্চিত করতে আন্দোলনরত। বাংলা জুড়ে চলছে আন্দোলন। আন্দোলন দেশ ছড়িয়ে ছড়িয়েছে বিদেশেও। তাদের একটাই দাবি “WE WANT JUSTICE” । তিলোত্তমার বিচার চাই। ইতিমধ্যে রাজ্যবাসী “মেয়েদের রাত দখলের” কর্মসূচিও দেখেছে।

এমনই এক আন্দোলন দেখা গেল সল্টলেকের FE Block আবাসনে। তাদের দাবি তিলোত্তমার সুবিচার চাই। এমন ঘটনার পুনরবৃত্তি রুখতেই এই আন্দোলন। রাতের তিলোত্তমার বুকে তিলোত্তমাদের সুরক্ষার অঙ্গীকার করেই এই আন্দোলন। আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। রাজ্যবাসীর তথা দেশবাসীর নজর এখন সেইদিকেই। সুবিচার পাবে কি তিলোত্তমা ?