📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রয়াত হলেন ভারতীয় কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল রাকেশ পাল। রবিবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ২৫তম ডিরেক্টর জেনারেল ছিলেন তিনি। জানা গিয়েছে, এদিন অসুস্থ হওয়ার পর সঙ্গে সঙ্গে রাকেশ পালকে চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। দিল্লিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর। তাঁর প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোকবার্তা দেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।