আরজি করের ঘটনার প্রতিবাদ, প্রশাসনের বিরুদ্ধে মানুষকে ভুল বোঝানোর অভিযোগ নির্ভয়ার মায়ের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতার আরজি করে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই অভিযোগ নির্ভয়ার মা আশাদেবীর। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে রাজ্য প্রশাসন। তাঁর মতে, এই ঘটনায় নিজে ফাঁসির সাজার দাবি না করে, মুখ্যমন্ত্রীর উচিত ছিল দোষীকে দ্রুত নিম্ন আদালতে পেশ করা।

আজ থেকে ১২ বছর আগে দিল্লি গণধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল গোটা দেশ। এই ঘটনায় দোষীদের সাজা পেতে সময় লেগেছিল প্রায় আট বছর। আরজি করের ঘটনার ক্ষেত্রে সেকথাই নিজের সাক্ষাৎকারে স্মরণ করিয়েছেন নির্ভয়ার মা। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের এখনও ভারতের মানুষ ভগবান মনে করেন। কিন্তু সরকারি হাসপাতালের মধ্যে যদি কোনও মহিলা চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তা-হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ?

তাঁর মেয়েও ছিলেন একজন ডাক্তারি পড়ুয়া। আশাদেবীর দাবি, তদন্তে ঢিলেমি এই ঘটনায় মামলায় প্রভাব ফেলতে পারে। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করের ঘটনার এখন তদন্ত করছে সিবিআই। তবে নির্ভয়ার মায়ের দাবি, এই ঘটনার তদন্ত অনেক আগে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া উচিত ছিল রাজ্যের।

error: Content is protected !!