রবিবাসরীয় সকাল থেকেই বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গে, নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবাসরীয় সকাল থেকেই কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির দাপট। আগামী সপ্তাহেও এই বৃষ্টি চলবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। ইতিমধ্যেই চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আর বাকি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের জন্যেই দক্ষিণের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে।

সোমবার বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। যার প্রভাবেই আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। নিম্নচাপের প্রভাব চলবে বুধবার পর্যন্ত।

এই নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ইতিমধ্যেই হাওয়া অফিস আগামী ২০ অগাস্ট অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে।

অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। সোম এবং বুধবার উত্তরের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর মঙ্গলবার পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।