RG কর কাণ্ডের জল গড়াল সুপ্রিম কোর্টে, স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ শীর্ষ আদালতের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: RG কর কাণ্ড গড়াল সুপ্রিম কোর্টে। স্বতঃপ্রণোদিত ভাবে মামলা হাতে নিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার ওই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির একটি বেঞ্চে।

RG কর কাণ্ড নিয়ে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এবার সেই ঘটনাতেই হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট।

জানা গিয়েছে, ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলাটি নথিভুক্ত হয়েছে। সোমবার বন্ধ থাকবে আদালত। সেকারণে মঙ্গলবার আদালত খোলার পরেই প্রথমে এই মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে।

সুত্রের খবর, RG করের পুরো বিষয়টির উপর নজর রাখতেই মামলা হাতে নিয়েছে সুপ্রিম কোর্ট। ওই ঘটনার পুরো তদন্ত, গতিপ্রকৃতি এবং হাসপাতাল ও রাজ্যের ভূমিকা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। পাশাপাশি কর্মস্থলে মহিলা নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখবে দেশের শীর্ষ আদালত।

গত ৯ অগাস্ট RG কর হাসপাতালে খুন ও ধর্ষণ করা হয় এক মহিলা চিকিৎসককে। ঘটনায় একজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তদন্তভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর হাতে। এরপর বারবার জিজ্ঞাসাবাদের জন্য CBI অফিসে ডাকা হয়েছিল RG হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।

এদিকে দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে। বাতিল করা হয়েছে ডার্বি ম্যাচ। কিন্তু তারপরেও প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন হাজার হাজার ফুটবল প্রেমী। অভিযোগ তাঁদের উপরও লাঠিচার্জ করে পুলিশ।